দেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তার আগের ২৪ ঘণ্টার তুলনায় কমেছে। সেই সঙ্গে কমেছে দৈনিক শনাক্তের হারও। মারা গেছেন দুইজন, শনাক্ত হয়েছে ১৫৫ জন। শনাক্তের হার এক দশমিক ১৫। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল যথাক্রমে তিন ও ২৩৯ জন। শনাক্তের হার ছিল এক দশমিক ৪১। স্বাস্থ্য অধিদফতরের শুক্রবার ও শনিবারের সংবাদ বিজ্ঞপ্তি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭৫ জন। ১৫ লাখ ৪০ হাজার ১৮ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ৩২ হাজার ২৪৭টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫৫।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৮৮ জন। নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ১৪২টি, পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৪৬২টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ একজন, বাকিজন নারী। দুইজনই ঢাকা বিভাগের এবং চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।
এমকে