৩৩০ রানে থামল বাংলাদেশ

২৭ নভেম্বর ২০২১

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি দারুণ কেটেছে বাংলাদেশের। শুরুতে উইকেট হারালেও দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে লড়াইয়ে রাখেন লিটন দাস এবং মুশফিকুর রহিম। কাল সেঞ্চুরির দেখাও পেয়েছেন ডানহাতি ব্যাটার লিটন। তবে, আজ দুজনেই ফিরে গেলেন দ্রুত। সেট দুজন ব্যাটার ফিরলে শেষদিকে মেহেদী মিরাজের ব্যাটে চড়ে প্রথম ইনিংসে মোটামুটি লড়াইয়ের সংগ্রহ পায় বাংলাদেশ।

 

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৩০ রানে করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বাধিক ১১৪ রান করেছেন লিটন দাস। মুশফিকুর রহিম করেছেন ৯১ রান। আজ দ্বিতীয় দিন ৩৮ রানে অপরাজিত ছিলেন মেহেদী হাসান মিরাজ।

 

দ্বিতীয় দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ফিরলেন আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন। হাসান আলীর বলে এলবিডব্লিউর শিকার হন তিনি। যদিও শুরুতে আম্পায়ার আউট দেননি। পরে সফল রিভিউয়ে লিটনকে ফেরায় পাকিস্তান। লিটনের বিদায়ে ভাঙে ২০৬ রানের জুটি। ২৩৩ বলে ১১ চার এবং এক ছক্কায় ১১৪ রান করে ফিরেন লিটন।

 

অভিষেকটা স্মরনীয় করে রাখতে পারলেন না ইয়াসির রাব্বি। হাসান আলীর বলে কুপোকাত হন তিনি। সুইং বল খেলতে গিয়ে উড়ে যায় তার স্ট্যাম্প। আউট হওয়ার আগে মাত্র ৪ রান যোগ করেন স্কোর বোর্ডে। ১৯ বলে কোনো বাউন্ডির দেখা পাননি তিনি।

 

মুশফিক এদিন আর বেশিদূর এগোতে পারেননি। ৯১ রানে থামে তার ইনিংস। মুশফিককে কট বিহাইন্ড করে থামান ফাহিম আশরাফ। আগের দিনের করা ৮২ রান নিয়ে মাঠে নেমেছিলেন তিনি। টেস্টে এ নিয়ে চারবার নার্ভাস নাইন্টিজের শিকার হলেন মুশফিক।

 

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে ব্যতিক্রম ছিলেন মেহেদী হাসান মিরাজ। দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ হয়নি। ৬৮ বলে ৩৮ রানে অপরাজিত ছিলেন তিনি।

 

ম্যাচের প্রথম দিন শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৯ রানের মাথায় থামে ওপেনিং জুটি। ইনিংসের পঞ্চম ওভারে শাহীন শাহ আফ্রিদির বলে শর্ট ফাইন লেগে আবিদ আলীর হাতে ক্যাচ তুলে দেন সাইফ। ব্যক্তিগত ১৪ রানে সাজঘরে ফেরেন তরুণ এ ওপেনার। আরেক ওপেনার সাদমানও সতীর্থকে অনুসরণ করে ১৪ রানে সাজ ঘরের পথ ধরেন।

 

অধিনায়ক মুমিনুল হকও দলের হাল ধরতে পারেননি। সাজিদের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৯ বলে ৬ রান করেন। নাজমুল হাসান শান্তও সতীর্থদের পথ ধরেন। ১৪ নার করে প্যাভিলিয়নে ফেরত যান তিনি।

 

চরম ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে দলের হাল ধরেন মুশফিক ও লিটন দাস। সর্বোচ্চ রান আসে তাদের ব্যাট থেকে। লিটন আউট হন সেঞ্চুরি করে। আর মুশফিক থামে নব্বইয়ের ঘরে।

 

সংক্ষিপ্ত স্কোর:

 

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৫৩/৪) ১১৪.৪ ওভারে ৩৩০ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৯১, লিটন ১১৪, ইয়াসির ৪, মিরাজ ৩৮, তাইজুল ১১, আবু জায়েদ ৮, ইবাদত ০; আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান ২০.৪-৫-৫১-৫, ফাহিম ১৪-২-৫৪-২, সাজিদ ২৭-৫-৭৯-১, নুমান ২৬-৬-৬২-০)।

 

আরআই


মন্তব্য
জেলার খবর