প্রযোজক আমার কাপড় খুলে নিয়েছিল : উরফি

২৮ নভেম্বর ২০২১

ভারতের আলোচিত অভিনেত্রী উরফি জাভেদের অভিযোগ, তাকে সমকামী দৃশ্যে অভিনয়ের জন্য বাধ্য করা হয়েছিল। শুধু তাই নয়, প্রযোজক নিজে নাকি তার পরনের কাপড় খুলে নিয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উরফি বলেন, ‘ওরা আমাকে বাধ্য করেছিল সমকামী দৃশ্যে অভিনয় করতে। অথচ চিত্রনাট্যে তেমন কোনো দৃশ্য ছিল না। আমি বিছানায় শুয়ে কাঁদছিলাম, বলছিলাম আমার দ্বারা এটা হবে না। আমাকে ছেড়ে দাও। প্রযোজক আমায় হুমকি দিচ্ছিল, তুমি চুক্তিপত্রে সই করেছো, তোমাকে জেলে পাঠাব।'

তিনি আরও বলেন, 'প্রযোজক আমার কাপড় খুলে নিয়েছিল, আর আমি কাঁদতে কাঁদতে বারণ করেছিলাম, এমনটা করো না। সে এসে রীতিমতো আমার জামা-কাপড় খুলে দেয়। আমি শুধু অন্তর্বাসে ছিলাম, অন্য মেয়েটিকে তো নিজের অন্তর্বাসও খুলে ফেলতে হয়েছিল।’


মন্তব্য
জেলার খবর