মৃত্যু ৩, শনাক্ত ২০৫

২৮ নভেম্বর ২০২১

দেশে করোনা রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। একই সময়ে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের। এক দশমিক তিন শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। পাশাপাশি করোনা থেকে  সুস্থ হয়েছেন ২৯৯ জন। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৭৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৭৮ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৩১৭ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ৫২ হাজার ৫৮টি। শনাক্তের হার ১৪ দশমিক ৫২।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৫২৫টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৮১১টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ দুইজন আর নারী একজন। বিভাগের মধ্যে ঢাকার দুইজন আর চট্টগ্রামের একজন রয়েছেন। সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর