ভোটারদের অকুণ্ঠ সমর্থনে মেয়রের চেয়ার থাকল তাজিমুলেরই দখলে

২৮ নভেম্বর ২০২১

বর্তমান মেয়র তিনি, নেতাকর্মীদের চাপে ও আর দল থেকে মনোনয়ন পাওয়ায় ফের  মেয়র পদে প্রার্থী হতে হয়েছে তাঁকে। মেয়র হিসেবে তাঁর কাজে সন্তুষ্ট ছিলেন পৌরবাসী। তাই ফের বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রংপুরের পীরগঞ্জের পৌর মেয়র আবু সালেহ মো. তাজিমুল ইসলাম। ভোট গ্রহণ শেষে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার  ফরহাদ হোসেন তাকে বেসরকারি ভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করেন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজিমুল নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৭ হাজার ৭শ’ ৪টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সুলতান মিয়া হাতপাখা প্রতীকে ভোট পেয়েছেন মাত্র ২ হাজার ৬শ’ ৬৩টি। রোববার এ পৌরসভার ভোট হয়। মেয়র পদে প্রার্থী ছিলেন তিন জন। অপর প্রার্থী জাতীয় পার্টির জায়দুল ইসলাম পেয়েছেন ১ হাজার ১৪২ ভোট।

নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, সকাল আটটা থেকে বিকাল চারটা পর্ন্ত বিরতি ছাড়া ভোট হয়। মোট ১১ হাজার ৫৬৩ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৯টি ভোটকেন্দ্রর সবগুলো মিলে ৫৪ ভোট বাতিল বলে গণ্য হয়। এ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৮৬১ জন। অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশেই ভোট হয়েছে।

এমকে  


মন্তব্য
জেলার খবর