সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ

২৮ নভেম্বর ২০২১

রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে রোববার শেষ হলো একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন। দুপুরে আদেশটি পড়েন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণ দেন  বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও। গত ১৪ নভেম্বর এ অধিবেশন শুরু হয়েছিল।

এ অধিবেশনে উত্থাপন করা মোট ৯টি বিলের সবগুলোই পাস হয়েছে, কার্যদিবসও ছিল ৯টি। একজন সংসদ সদস্য মারা যাওয়ায় অধিবেশন একবার মুলতবি করা হয়। ৭১ বিধিতে পাওয়া ৪২টি নোটিশের একটিও আলোচনা হয়নি। এগুলোর লিখিত জবাব দেয়া হবে।

অধিবেশন শেষ করার আগে ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ের পর ৩ জানুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়া ভাষণের ভিডিওচিত্রও  দেখানো হয় অধিবেশন কক্ষের স্ক্রিনে।

এমকে

 


মন্তব্য
জেলার খবর