সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে চায় কুচক্রী মহল

২৮ নভেম্বর ২০২১

বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্যে ঈর্ষান্বিত একটি কুচক্রী মহল দেশে বিরাজমান সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, যখন এ দেশে জঙ্গিবাদ-সন্ত্রাস উত্থান হয়েছিল, তখন সবাই মিলেই জঙ্গিবাদ প্রতিরোধ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রোববার এক আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন। রাজধানী ঢাকার তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে এর আয়োজক ছিল বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানও বক্তব্য দেন,সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও। ধর্ম মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এমকে


মন্তব্য
জেলার খবর