দেশের বাজারে চাল, ডাল তেল, নুন, মরিচ, পেঁয়াজ সবকিছুর দাম বেড়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, তাতে মানুষের উপার্জন কাজে আসছে না। মানুষ কষ্ট পাচ্ছে। মানুষের কষ্ট দূর করাই রাজনৈতিক সংগঠনের দায়িত্ব। তাই দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের দাবিতে শিগগিরই তাদের দল আন্দোলনে যাবে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন। কেরানীগঞ্জে বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর ওপর হামলার প্রতিবাদসহ সব নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম এ মানববন্ধন করে।
দেশের সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিকে আহবান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন- আসুন, আমরা সবাই মিলে সাধারণ মানুষ, গরিব মানুষকে রক্ষার জন্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে আন্দোলন করি। মাথাপিছু আয় প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী বলছেন- প্রতি রাতে দেশের মানুষ ঘুমাইয়া ঘুমাইয়া বড়লোক হয়ে যাচ্ছে। কিন্তু সবাই মুখ মাস্কে, না হয় মাফলারে ঢেকে টিসিবির ট্রাকের কাছে লাইন দিচ্ছে। এ নির্মম রসিকতা বন্ধ করতে হবে।
এমকে