১৮ লাখ টাকা দামের ছাগল!

২৯ নভেম্বর ২০২১

অস্ট্রেলিয়ার পশ্চিম নিউ সাউথ ওয়েলসে নিলামে একটি ছাগলকে ২১ হাজার মার্কিন ডলার (১৮ লাখ টাকা) দামে কিনেছেন এন্ড্রু মোসলে।

মারাকেশ প্রজাতির ওই ছাগলটিকে ‘খুবই স্টাইলিশ’ বলে আখ্যা দিয়েছেন ক্রেতা।

ছোটবেলা থেকেই বন্য ছাগল পালনে সম্পৃক্ত মোসলে প্রথম ছাগল বিক্রি করেছিলেন মাত্র ৫ ডলারে। 


মন্তব্য
জেলার খবর