মন্তব্য
২ থেকে ৪ ডিসেম্বর শারজাহ, দুবাই, আবুধাবি এবং আজমানজুড়ে তার আইসক্রিম বিনামূল্যে পরিবেশন করবে ক্যারেফোর।
আমিরাতের পতাকার রঙের প্রতিনিধিত্বকারী সুস্বাদু স্বাদের মধ্যে ভ্যানিলা, স্ট্রবেরি, চকোলেট এবং পেস্তা অন্তর্ভুক্ত থাকবে।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেয়া আইসক্রিমগুলো দেশটির পতাকার রঙের সঙ্গে মিল থাকবে।