এখনকার নুসরাতকে চিনতে পারছি না : নিখিল

২৯ নভেম্বর ২০২১

ভারতীয় অভীনেত্রী ও সংসদ সদস্য  নুসরাত জাহানের সাবেক স্বামী নিখিল জৈন বলেছেন, আমি আজও নুসরাতকে ভালোবাসি। আমি যে নুসরাতকে ভালোবেসে বিয়ে করেছিলাম, সে এখনো আমার হৃদয়ে আছে। তবে এখনকার নুসরাতকে আমি চিনতে পারছি না। এখনকার নুসরাতের সঙ্গে আগের নুসরাতের কোনো মিল নেই।

নিখিল আরো বলেন, এই সম্পর্কের শেষের দিকে আমার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছিল, আর সেটাকেই আইনগতভাবে আমি পরিষ্কার করেছি। তবে আমি কিন্তু নুসরাতের এখনকার জীবনযাপন নিয়ে কোনো প্রশ্ন তুলছি না। ও কার সঙ্গে ঘুরছে, কার সঙ্গে বাচ্চা জন্ম দিচ্ছে এসবের গভীরে কখনো যাইনি, প্রশ্নও করিনি। যদি যাই, তাহলে হয়তো ওরই ক্ষতি হবে।


মন্তব্য
জেলার খবর