১৩ বছরে দেশে বিরাট পরিবর্তন এনেছে সরকার: প্রধানমন্ত্রী

২৪ ফেব্রুয়ারী ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার গত ১৩ বছরে দেশে বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এ সময়ে দারিদ্র্যের হার কমাতে পেরেছে,  বাড়াতে পেরেছে সাক্ষরতার হার। মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পেরেছে। আধুনিক প্রযুক্তিতে যথেষ্ট সফল হয়েছে। বলতে গেলে প্রযুক্তির মাধ্যমে বিশ্বটা হাতের মুঠোয় চলে আসছে। মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে  এক অনুষ্ঠানে এসব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রকাশিত গ্রন্থগুলোর প্রকাশনা উৎসব, বঙ্গবন্ধু স্কলার বৃত্তি প্রদান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চূড়ান্ত পুরস্কার বিতরণে এ অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন,  উন্নয়নশীল দেশ থেকে  ধাপে ধাপে উন্নত দেশে উন্নীত হবে বাংলাদেশ।  আর এটা করা খুব কঠিন কাজ না তার সরকারের কাছে, সেটা করতে পারবে। তিনি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা করতে সোনার মানুষ চেয়েছিলেন। দেশে সোনার মানুষ তৈরি হচ্ছে এখন। এ দেশের শিক্ষার্থীরা সারা বিশ্বে মেধার স্বাক্ষর রাখছে। মেধাবী শিক্ষার্থীরা বিশ্বের কাছে নিজেদের উপস্থাপন করতে পারছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশে শিক্ষা গবেষণার প্রয়োজনীয়তার কথাও  উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে বঙ্গবন্ধু স্কলার বৃত্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের চূড়ান্ত পুরস্কার তুলে দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর