লেনদেন কমেছে ১২ কোটির বেশি টাকা

২৯ নভেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্য দিয়ে  শেষ হয়েছে রোববারের লেনদেন। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১২ কোটি ৬৭ লাখ  টাকা। কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। মোট ৩৭২টি কোম্পানির মধ্য দর কমেছে ২৯১টির, বেড়েছে ৬৬টির এবং অরিবর্তিত ছিল বাকি ১৫টির।

ডিএসইএক্স সূচক ৭৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭৩ দশমিক ৮৯ পয়েন্টে, ডিএসইএস সূচক ১৩ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে এক হাজার ৪২৯ দশমিক ৩২ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৬৯ পয়েন্ট কমে দুই হাজার ৫৭৬ দশমিক ১৭ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হয় ৮৩৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৪৯ কোটি ৭৭ লাখ টাকা। রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও দর বৃদ্ধিতে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তালিকার শীর্ষে থাকে। শেয়ার লেনদেন হয় ৯১ কোটি ৭২ লাখ টাকার। দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৭৮ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর