২০১ রানে থামল বাংলাদেশর ইনিংস

২৯ নভেম্বর ২০২১

চট্টগ্রাম চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে, চরম চাপের মুখ থেকে বাংলাদেশকে কিছুটা হলেও পথ দেখান লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দ্বিতীয় ইনিংসে তুলে নেন হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটে চড়েই চট্টগ্রাম টেস্টে পাকিস্তান ২০২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

 

 

সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন সোমবার মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন আগের ইনিংসে ৯১ রান করা মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। ব্যাটিং ব্যর্থতায় ঘুরে দাঁড়াতে পারে না কেউই। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

 

তবে সবার মতো আসা-যাওয়ার মধ্যে ছিলেন না লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ২য় ইনিংসে অর্ধশতক তুলে নেন। এটি লিটনের ১০ম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৯ রান করে ফিরেন তিনি। এর আগে প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন। তবে ইয়াসির আলী মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে ৭২ বলে ৩৬ রান করেন।

 

পরে ইয়াসির আলীর বদলি হিসেবে নামেন নুরুল হাসান সোহান। নিজের স্কোরটাকে বেশিদূরি এগিয়ে নিতে পারেননি উইকেট কিপার এ ব্যাটসম্যান। ৩৩ বলে ১৫ রান করেন তিনি। আগের ম্যাচে ভালো খেলা মিরাজ এ ম্যাচে ভালো করতে পারেননি । মাত্র ১১ রানে থানে তার ব্যাট। ৪৪ বলে এ রান করেন তিনি। পরে আর কোনো ব্যাটসম্যান ক্রিজে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত সবকয়টি উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করে টাইগাররা।

 

এর আগে, রবিবার তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে। এতে করে ৪৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুর করে বাংলাদেশ। সব মিলিয়ে পাকিস্তানকে ২০২ টার্গেট দিয়েছে তারা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর