চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে হামলা-পাল্টা হামলা আর খুনোখুনিতে দেশের গ্রামাঞ্চলে ভীতিকর অবস্থা বিরাজ করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে অস্ত্রের মহড়া দেখে সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। যেভাবে সহিংসতা হচ্ছে তা সভ্য সমাজে মেনে নেয়া যায় না। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে।
সোমবার বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার (বিপিইউএম) সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। রাজধানী ঢাকার বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে এ সভা হয়।
জিএম কাদের আরো বলেন, এ নির্বাচনে চর দখলের মতো কেন্দ্র দখলের মহড়া হচ্ছে। কোথাও কোথাও নির্বাচনের ফলাফল পাল্টে দেয়া হচ্ছে এমন অভিযোগও রয়েছে। আগামী নির্বাচনগুলো অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশনকে কার্যকর উদ্যোগ নেয়ার আহবান জানান জাপা চেয়ারম্যান। বলেন, দেশের মানুষ খুনোখুনির নির্বাচন চায় না।
সভায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফকরুল ইমাম, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক-২ এমএ রাজ্জাক খান ও যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমকে