মৃত্যু ২, শনাক্ত ২২৭

২৯ নভেম্বর ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন মারা গেছেন। পরীক্ষায় ২২৭ জনের নমুনায় করোনায় শনাক্ত হয়েছে । এ রোগ থেকে সুস্থতা ফিরে পেয়েছেন ২৮০ জন।  সোমবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জনের।  এর মধ্যে ২৭ হাজার ৯৮০ জন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন। এক কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৫০।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৩৪ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৭ হাজার ১০০টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৬ হাজার ৮৯১টি। মারা যাওয়াদের ২ জনই পুরুষ, ঢাকা বিভাগের বাসিন্দা। সরকারি হাসপাতালে মারা গেছেন তারা।

এমকে

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর