ভোলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচন রোববার ভোট গ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এর একটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। তারা হলেন- চর কুকরি-মুকরি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম মহাজন ও ওসমানগঞ্জে ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাসেম মোল্লা। ভোট গ্রহণ শেষে রিটানিং কর্মকর্তা তাদেরকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করেন।
এ উপজেলায় ৭ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বাকি ৫টিতে একক প্রার্থী থাকায় সেগুলোতে চেয়ারম্যান পদে ভোট হয়নি। ভোট হয়েছে সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে।
তথ্যানুযায়ী, আবুল হাসেম মহাজন পেয়েছেন ৪১৮৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কবির মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৭৪৬ ভোট। চেয়ারম্যান পদে আবুল হাসেমের এটা তৃতীয় জয়। অন্যদিকে কাসেম মোল্লা। আনারস প্রতীকে পেয়েছেন ৭৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী আশ্রাফুল আলম পেয়েছেন ৩১০১ ভোট।
সকাল ৮টায় শুরু হয়ে বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। সবগুলো ইউনিয়নে কিছু বিছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছেন- আব্দুল্লাহপুর ইউনিয়নে প্রিন্স আল ইমরান, আবুবকরপুর ইউনিয়নে মো. সিরাজ মিয়া, রসুলপুর ইউনিয়নে জহিরুল ইসলাম পন্ডিত, নজরুল নগর ইউনিয়নে মো. রুহুল আমিন হাওলাদার, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার। তারা সবাই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।
কামরুজ্জামান শাহীন/এমকে