মন্তব্য
সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচার কার্যক্রম আগামী ১ ডিসেম্বর থেকে পুরোপুরি শারীরিক উপস্থিতিতে পরিচালিত হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে কঠোরভাবে অনুসরণ করতে হবে করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি। সোমবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনাক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, করোনা উদ্ভূত পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে আপিল বিভাগে ভার্চুয়ালি ও হাইকোর্টের সীমিত সংখ্যক বেঞ্চে শারীরিক উপস্থিতিতে মামলার বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল।
এমকে