সময়মতো আয়কর প্রদানের জন্য দেশের করদাতাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ আহবান জানান। জাতীয় আয়কর দিবস (৩০ নভেম্বর) উপলক্ষে সোমবার প্রদত্ত এক বাণীতে এ আহবান জানান।
প্রতিবছরের মতো এবারও দিবসটি পালন করছে জাতীয় রাজস্ব বোর্ড। দিবসটি পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, সেই সঙ্গে দিবসটি উপলক্ষে সব করদাতা এবং কর বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মুজিববর্ষের অঙ্গীকার, সবাই মিলে দেবো কর’ । খবর বাসস
রাষ্ট্রপতি বলেন, রাজস্ব আহরণের প্রধান খাত আয়কর অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার একটি অন্যতম মাধ্যম। ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির বিকল্প নেই। ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার পথে অগ্রসর হচ্ছে দেশ। দিবসটি উপলক্ষে নেয়া সব কার্যক্রমের সফলতা কামনা করেন রাষ্ট্রপতি।
এমকে