বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, এ কারণেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে অপারগ সরকার, সবকিছুর একটা নিয়ম আছে। বেগম জিয়া দ্রুত আরোগ্য লাভ করুক- এটা তারাও চাইছেন।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে বিষয়টি নিয়ে কথা তোলেন ওবায়দুল কাদের। লালবাগ থানার নবাবগঞ্জ পার্ক প্রাঙ্গণে এ সম্মেলন হয়।
ওবায়দুল কাদের বলেন, অসুস্থ খালেদা জিয়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসার পরামর্শ দেয়া হয়েছে তাদের, আইনমন্ত্রী বলেছেন। এ বিষয়ে নিজে আর কথা বলতে চান না বলে জানান ওবায়দুল কাদের।
খালেদা জিয়া ও বিএনপিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, মানবিকতা! যাকে (শেখ হাসিনা) মারতে চেয়েছেন— তিনিই খালেদা জিয়ার প্রতি মানবিক হয়েছেন। আপনি কি মানবিকতা দেখিয়েছেন? তাঁর পিতাকে হত্যা করেছেন, তাঁকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করেছেন। যারা আজকে খালেদা জিয়ার জন্য মায়া কান্না করেন, এটা তারা কি করে ভুলে যান- প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি না করতে এ সময় বিএনপি নেতাদের প্রতি আহবান জানান ওবায়দুল কাদের।
এমকে