সপ্তাহের ব্যবধানে দেশে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। চলতি নভেম্বর মাসের ও সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় শ্রীমঙ্গলে- ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও সকালের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। সোমবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে অধিদফতরটি বলছে, দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই আবহাওয়া এমন থাকতে পারে।
বিভাগীয় শহরগুলোর মধ্যে গত সপ্তাহে ঢাকায় গড়ে তাপমাত্রা ছিল ২০-২১ ডিগ্রি সেলসিয়াস। সেখান থেকে প্রায় ৪ ডিগ্রি কমে সোমবার রেকর্ড হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ময়মনসিংহে ১৭-১৮ থেকে নেমে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ২০-২১ থেকে কমে ১৮ দশমিক ৫, সিলেটের ১৭-১৮ থেকে নেমে ১৬ দশমিক ২, রাজশাহীতে ১৫-১৬ থেকে কিছুটা বেড়ে ১৬ দশমিক ২, রংপুরে ১৭-১৮ থেকে কমে ১৫, খুলনায় ১৯ -২০ থেকে কমে ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৭-১৮ থেকে নেমে গিয়ে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
এমকে