মন্তব্য
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ডেল্টার চেয়ে ৬ গুণ দ্রুত ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা।
জিনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি ইনস্টিটিউটের (আইজিআইবি) গবেষক মার্সি রোফিনার মতে, করোনার নতুন এই ধরন ৫৩টি রূপ বহন করতে পারে।
ওমিক্রন সেই ডেল্টা প্লাসের চেয়ে আরও বেশি দ্রুত সংক্রামক। এরই মধ্যে ওমিক্রন স্পাইক প্রোটিন অঞ্চলে ৩০টির বেশি মিউটেশন পেয়েছে।
টাইমস অব ইন্ডিয়া