মন্তব্য
বিশেষভাবে তৈরি কাচের বাক্সে বসে প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমানG
করোনাভাইরাসে আক্রান্ত অবস্থাতেও প্রধানমন্ত্রী নিয়োগের আনুষ্ঠানিকতা পালনে তিনি পিছু হটেননি।
দেশটির মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট মিলোস জেমান।
সিএনএন