সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

৩০ নভেম্বর ২০২১

সূচকের মিশ্র প্রবণতায় সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেন-১২৮ কোটি ৯১ লাখ টাকা। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ৮৯টির এবং  অপরিবর্তিত থাকে বাকি ৪৫টির।

তথ্যানুযায়ী, ডিএসইএক্স সূচক ২১ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৯৫ দশমিক ৫১ পয়েন্টে, ডিএসইএস সূচক এক দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩০ দশমিক ৮৭ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক আট দশমিক ৭৮ পয়েন্ট কমে দুই হাজার ৫৬৭ দশমিক ৩৮ পয়েন্টে দাঁড়ায়।

লেনদেন হয় ৭০৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৮৩৭ কোটি ১০ লাখ টাকা। সোমবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো) ও দর বৃদ্ধিতে একমি পেস্টিসাইডস লিমিটেড শীর্ষে থাকে তালিকায়। ৮৩ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৬ শতাংশ।  

এমকে


মন্তব্য
জেলার খবর