সেলফি তোলে তোপের মুখে নেতা!

৩০ নভেম্বর ২০২১

নুসরাত জাহান ও মিমি চক্রবর্তীসহ ভারতের ছয় নারী সংসদ সদস্যের সঙ্গে তোলা একটি সেলফি টুইটারে পোস্ট করে নেটমাধ্যমে বেশ নাজেহাল হয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর।

 ছবিতে ছিলেন যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরাত জাহান, বরামতির এমপি সুপ্রিয়া সুলে, পাতিয়ালার প্রনীত কৌর, দক্ষিণ চেন্নাইয়ের থামিঝাচি থাঙ্গাপাণ্ডিয়ান এবং এস জ্যোথিমনি। 

ছবিতে সবাইকে হাসিমুখে দেখা গিয়েছে। ক্যাপশনে কংগ্রেস শশী থারুর লিখেছেন, কে বলেছে লোকসভা কাজের জায়গা হিসেবে আকর্ষণীয় নয়?


মন্তব্য
জেলার খবর