মন্তব্য
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭৩ জনের। মারা গেছেন একজন করোনা রোগী। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৬৮ জন। মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৮১ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৯৬৫ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি আট লাখ ৮৮ হাজার ৭৫১টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪৮।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৯২৪টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৮০২টি। শনাক্তের হার এক দশমিক ৩৮। যিনি মারা গেছেন, তিনি নারী; ঢাকা বিভাগের বাসিন্দা; মৃত্যু হয়েছে একটি বেসরকারি হাসপাতালে।
এমকে