চতুর্থবারের মতো রক্তক্ষরণ হয়েছে খালেদার

৩০ নভেম্বর ২০২১

সোমবার (২৯ নভেম্বর) রাতে চতুর্থবারের মতো বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, তাঁর সুচিকিৎসা না হলে,  কোনও ক্ষতি হলে এ দেশের মানুষ কোনও দিনই বর্তমান সরকারকে রেহাই দেবে না। সব দায় সরকারকেই বহন করতে হবে।

মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি এবং  উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে পাঠানোর দাবিতে এ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

মির্জা ফখরুল জানান, খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার দাবিতে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত দলের কর্মসূচি রয়েছে। এর মধ্যে অনুমতি না দিলে নতুন কর্মসূচি দেবে বিএনপি।

খালেদা জিয়ার রাজনীতি তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল জানান, খালেদা জিয়া ৯ বছর স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এখনও সংগ্রাম করছেন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে এখনও সংগ্রাম করছেন। একদিনের জন্যও অবসর নেননি, বিশ্রাম নেননি। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বক্তব্যের সমালোচনাও করেন বিএনপি মহাসচিব।

এমকে


মন্তব্য
জেলার খবর