বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অধীন ‘গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ (প্রথম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পে জনবল নিয়োগ দেয়া হবে। অস্থায়ী ভিত্তিতে হিসাবরক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২১। ওই দিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
প্রার্থীকে বাণিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর পাস হতে হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ই-মেইল ও বাংলা লেখায় দক্ষ হতে হবে। প্রকল্পের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রেড ১৩ অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আগ্রহীরা এ ওয়েবসাইটের https://erecruitment.bcc.gov.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ প্রার্থীকে ৩০০ টাকা মোবাইল ব্যাংকিং রকেট/বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আরআই