লেনদেন বাড়লেও সূচকের বড় পতন

০১ ডিসেম্বর ২০২১

আগের দিনের তুলনায় মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে- ৪৩৮ কোটি ৬৮ লাখ টাকা। তবে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমার সঙ্গে বড় ধরনের পতন হয়েছে সূচকের। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭১টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৬৬টির, বেড়েছে ৬৫টির এবং অপরিবর্তিত ছিল বাকি ৪০টির।

দিন শেষে ডিএসইএক্স সূচক ৯২ দশমিক ২৫ পয়েন্ট কমে ছয় হাজার ৭০৩ দশমিক ২৫ পয়েন্টে, ডিএসইএস সূচক ২৫ দশমিক ৩৫ পয়েন্ট এক হাজার ৪০৫ দশমিক ৫৫ পয়েন্টে ডিএস ৩০ সূচক ৫১ দশমিক ১০ পয়েন্ট কমে দুই হাজার ৫১৬ দশমিক ২৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৭০৮ কোটি ১৮ লাখ টাকা। মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে ওঠে আসে ওয়ান ব্যাংক লিমিটেড। দর বৃদ্ধির ক্ষেত্রে শীর্ষে থাকে ওরিয়ন ইনফিউশনস লিমিটেড । ওয়ান ব্যাংকের ১৮৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর ৯ দশমিক ৯৩ শতাংশ দর বৃদ্ধি পায় ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর