মহামারি করোনাভাইরাসের তাণ্ডবের যেন শেষ নেই। শুরু হচ্ছে আবারো নতুন করে। নতুন ভ্যারিয়োন্ট। আরো ভয়াবহভাবে। সম্প্রতি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে নতুন করে আরো ৮ জনের শরীরে ভাইরাসটির এ ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। এ নিয়ে দেশটিতে কোভিডের এই স্ট্রেইনে ১৩ জন আক্রান্ত হলেন।
মঙ্গলবার যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির এক বার্তায় এ খবর জানানো হয়েছে। খবর আল জাজিরার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওমিক্রনে আক্রান্ত ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে রাখা হয়েছে। তাদের দক্ষিণ আফ্রিকা ভ্রমণের কোনো ইতিহাস আছে কিনা, যাচাইয়ে কাজ চলছে।
জানা যায়, ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। এটিকে চরম ‘উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ ভ্যারিয়েন্ট’ বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)। এটি বিশ্বে ছড়িয়ে পড়লে মানুষের জন্য আরো ভয়ানক হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য বিশ্ববাসীকে সতর্ক করা হয়েছে।
এ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকাও ততটা কার্যকর হবে না বলে জানিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিফেন ব্যানসেল। তার মতে, ‘আমি মনে করি, চলমান ভ্যাকসিন অকার্যকর হতে যাচ্ছে। তবে করোনা নিরাময়ে কতটা অকার্যকর হবে সেটা বলা মুশকিল। নতুন এ ভ্যারিয়েন্ট সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে হবে। যে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলা হয়েছে- তারা বলেছেন, করোনার নতুন এই ভ্যারিয়েন্ট ভালো কিছু হতে যাচ্ছে না।’ ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
আরআই