ভোলা প্রতিনিধি:
ভোলার দৌলতখানের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে ২ জেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় জেলেদের মধ্যে ১ জন নিখোঁজ ও ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে (২টার দিকে) ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিজেদের লঞ্চের ধাক্কায় দুর্ঘটনা ঘটার বিষয়টি অস্বীকার করেছেন লঞ্চ কর্তৃপক্ষ।
মারা যাওয়া দুই জেলে হচ্ছে- দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের নুরুদ্দিন মিয়ার মোড়ের বাসিন্দা মো. নাগরের ছেলে এরশাদ মাঝী (৩০) ও একই এলাকার মালেক ভান্ডারীর ছেলে আলী আকবর (৩৫)। ওই ওয়ার্ডের লঞ্চঘাটের উত্তর মাথা থেকে তাদের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। আহতরা হলেন- সোহেল (২০), জামাল (৩৫) ও ইদ্রিস (৫০)। তারা দৌলতখান ও ভোলা সদর হাসপাতালে ভর্তি আছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা হাকিমুদ্দিনগামী যাত্রীবাহী তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় ট্রলাটি ডুবে যায়। ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর মমিন জানান, লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করছিলেন। এ সময় জালে ওই ২ জেলের লাশ আটকা পড়লে জেলেরা কোস্টগার্ডকে খবর দেন।
আব্দুর মমিন আরো জানান, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরপাতা ইউনিয়নের আব্দুর রহমানের ট্রলারে ওই ইউনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য মেঘনা নদীতে যায়। রাত ২ টার দিকে তারা ভবানীপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ ধরছিলেন। এ সময় তাসরিফ-২ যাত্রীবাহী লঞ্চটি যাওয়ার পথে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে ভোলা থেকে কোস্টগার্ড, দৌলতখান থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন।
দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিাসর মিজানুর রহমান জানান, ট্রলারটি উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ জেলের উদ্ধার কাজ চলমান রয়েছে। দৌলতখান থানা ওসি বজলার রহমান বলেন, এ দুর্ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান শাহীন/এমকে