‘শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা করেছে তালেবান’

০১ ডিসেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রকে হটিয়ে আফগানিস্তানের শাসনভারের দায়িত্ব নিয়েছে তালেবান সরকার। তালেবান ক্ষমতায় আসার পর তারা দেশটির সাবেক শতাধিক নিরাপত্তা সদস্যকে হত্যা অথবা গুম করেছে বলে অভিযোগ তুলেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করেছে সংস্থাটি।

 

মঙ্গলবার এইচআরডব্লিউ’র প্রকাশিত প্রবেদনে বলা হয়েছে, তালেবান ক্ষমতা দখলের পর গোষ্ঠীটির হাতে সাবেক শতাধিক আফগান নিরাপত্তা সদস্য নিহত অথবা গুম হয়েছেন। এরমধ্যে গজনি, হেলমান্দ, কুন্দুজ এবং কান্দাহার প্রদেশে এই ঘটনা ঘটছে।

 

মানবাধিকার সংস্থাটি আরো জানায়, তালেবান নেতারা আফগানিস্তানের ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমা করা এবং পুলিশ-সেনাকে লক্ষ্যবস্তু না করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু ঘটল এর একবারে বিপরীত। তাদের হাতে একাধিক সেনা সদস্য-পুলিশ সদস্য ও অন্যান্য নিরাপত্তা সদস্য নির্মম পরিণতির স্বীকার হয়েছেন।

 

তবে সম্প্রতি তালেবানের এক মুখপাত্র প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের বিষয় অস্বীকার করেছেন।

 

প্রসঙ্গত, সম্প্রতি আফগানিস্তানে প্রায় ২০ বছর ধরে চলা যুদ্ধের অবসান হয়েছে। এ বছরের আগস্টে যুক্তরাষ্ট্র তাদের সকল সেনা প্রত্যাহার করে নেয়। সেই সাথে আফগান সরকারের পতন হয়। ক্ষমতা দখল করে তালেবান। যুদ্ধবিদ্ধস্ত এ দেশটি বর্তমানে নানা সঙ্কটের মধ্যদিয়ে পার করছে।

 

আরআই

 

আফগানিস্তানে প্রায় ২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত আগস্টে সব মার্কিন সেনা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই তালেবানের হাতে আফগান সরকারের পতন ঘটে।

 

আরআই

 


মন্তব্য
জেলার খবর