যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন। দেশটির মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে এ হামলার ঘটনা ঘটেছে। নিহত তিনজনই ওই স্কুলের শিক্ষার্থী বলে ধারণা করছে নিরাপত্তা বাহিনী। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেলে অক্সফোর্ড স্কুলে বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায় ১৫ বছর বয়সী এক কিশোর। হামলাকারী ওই কিশোর নিজেও হাইস্কুলের শিক্ষার্থী।
অক্সফোর্ড কমিউনিটি স্কুলের পক্ষ থেকে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওকল্যান্ড কাউন্টি শেরিফ বিভাগ স্কুলের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
ওকল্যান্ড কাউন্টির আন্ডারশেরিফ মাইকেল জি ম্যাককেব জানান, আমরা ‘৯১১’ -এ কল পাই। তৎখনাত ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে। পাঁচ মিনিটের মধ্যেই বন্দুকধারী ওই কিশোরকে আটকে সক্ষম হই। তাকে জিজ্ঞাসাবাদের জন পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
ওই শিক্ষার্থীর কাছ থেকে একটি হ্যান্ডগান উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই বন্দুক দিয়ে সে ১৫ থেকে ২০টি গুলি ছুড়েছে। সে একাই এ কাণ্ড করে থাকতে পারে বলে প্রাথমিকভাব ধারণা করছে পুলিশ। আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।
সম্প্রতি দেশটিতে এমন হামলার ঘটনা আশঙ্কজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২০ সালেই ৬১১টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এমন ধরনের অনাকাঙ্খিত ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সচেতন মহল।
আরআই