গ্রিসে করোনাভাইরাসের টিকা গ্রহণ না করলে জরিমানার বিধান করেছে দেশটির সরকার। টিকা না নিলে গুনতে হবে ১০০ ইউরো জরিমানা, যা বাংলাদেশি মুদ্রায় ৯ হাজার ৭০৯ টাকা প্রায়। তবে ষাটোর্ধ্ব বয়সীদের ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে।
মঙ্গলবার এক ঘোষণায় দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস এ তথ্য জানিয়েছেন। জরিমানার অর্থ দেশটির স্বাস্থ্যখাতে ব্যয় করা হবে। বিশ্বে ইতোমধ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়াতে শুরু করেছে। এ জন্য টিকার ওপর জোর দেয়া হচ্ছে।
গ্রিসের জনসংখ্যা ১১ মিলিয়ন, যার মধ্যে ৬৩ শতাংশ দুই ডোজ করোনার টিকা গ্রহণ করেছে। কিন্তু ষাটোর্ধ্ব ৫ লাখ ২০ হাজারের বেশি মানুষ এখনও রয়েছে টিকার আওতার বাইরে। এমন পরিস্থিতিতে দেশটির মন্ত্রী পরিষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। ১৬ জানুয়ারির মধ্যে ষাটোর্ধ্বদের টিকার প্রথম ডোজের জন্য নিবন্ধন করতে বলা হয়েছে।
আরআই