আব্দুল হাকিম ডালিম, পীরগঞ্জ (রংপুর):
নির্বাচনে মেয়র পদে জয়ী হওয়ার পরে ভোটারদের ভুলে যাননি তিনি। ভোটের আগের মতোই ছুটছেন ভোটারদের কাছে। বিজয়ের শুভেচ্ছা বিনিময়কালে আনন্দে অশ্রু গড়ছে ভোটারদের চোখে, গড়ছে তার চোখেও। তার এ কৃতজ্ঞতা বোধকে সাধুবাদ জানিয়েছেন পৌরবাসী। পৌরবাসীর হৃদয়ে জায়গা করে নেয়া এ মেয়র হলেন তাজিমুল ইসলাম শামীম। রংপুরের পীরগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র তিনি।
জানা গেছে, নেতাকর্মীদের চাপে ও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়ায় বর্তমান মেয়র থাকা অবস্থাতেই তাকে ফের মেয়র পদে নির্বাচন করতে হয়েছে। আর মেয়র হিসেবে তার কাজে সন্তুষ্ট পৌরবাসীও তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। ২৮ নভেম্বর শান্তিপূর্ণ পরিবেশে এ পৌরসভা নির্বাচনের ভোট হয়।
ভোটের পরদিন থেকেই এ শুভেচ্ছা বিনিময় করছেন মেয়র শামীম। বুধবার সকালেও দলীয় নেতাকর্মী নিয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করতে ভোটারদের কাছে যান। এ সময় এক গৃহিণী তার গলায় বিজয়ের মালা পড়িয়ে দেন, আনন্দে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন। এ সময়ে মেয়রের চোখ থেকেও অশ্রু গড়তে দেখা যায়। এমন দৃশ্যে মেয়রের অনুসারীরাও তাদের চোখের পানি আর ধরে রাখতে পারেননি।
এমকে