পরিবহন মালিক ও শ্রমিকরা জিম্মি: জিএম কাদের

০১ ডিসেম্বর ২০২১

দেশে একশ্রেণির নেতার কাছে পরিবহন মালিক ও শ্রমিকরা  জিম্মি হয়ে আছেন বলে জানিয়েছেনজাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। বলেছেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে পরিবহন মালিকদের সঙ্গে আঁতাতের মাধ্যমে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে। বুধবার  রাজধানী ঢাকার বনানীতে তার রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে  বিষয়টি জানান। ব্যারিস্টার খাজা তানভির আহমেদের নেতৃত্বে অর্ধশত লোকের জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

জিএম কাদের জানান, তেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে নতুনভাবে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা। অযৌক্তিকভাবে ভাড়া বাড়িয়ে দেয়া হয়েছে সিএনজিচালিত বাসেও। প্রতিবাদ করলে যাত্রীদের লাঞ্ছিত করা হচ্ছে। পথে নামিয়েও দিচ্ছে শ্রমিকরা। সড়কের এমন  নৈরাজ্য বন্ধ করার দাবি জানান তিনি।

গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নির্ধারণে প্রজ্ঞাপন জারির দাবিতে ছাত্রদের চলমান আন্দোলন প্রসঙ্গে জিএম কাদের বলেন,  তাদের আন্দোলন যৌক্তিক। শুধু রাজধানী নয়, সারাদেশেই ছাত্রদের শর্তহীন হাফ ভাড়া নিশ্চিত করতে হবে, কোনও শর্ত গ্রহণযোগ্য নয়। তিনি জানান, এ আন্দোলনে সাধারণ মানুষ রাজধানীর সড়কে আটকে সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। অথচ কারও  যেন  কিছুই করার নেই। জনগণের পক্ষে কাজ করছে না সরকার। সাধারণ মানুষ মনে করছে— সরকারও পরিবহন মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে –যোগ করেন জাপা চেয়ারম্যান।

এমকে

 


মন্তব্য
জেলার খবর