বিদেশ ভ্রমণে লাগবে ৩ মন্ত্রণালয়ের অনুমতি

০১ ডিসেম্বর ২০২১

কেনাকাটা করতে বিদেশ ভ্রমণের জন্য সরকারি কর্মকর্তাদের তিন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। তিনি যে মন্ত্রণালয়ের অধীনে চাকরি করছেন, সেটাসহ অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। রাষ্ট্রের অর্থ অপচয় রোধে এ নির্দেশনা। হাইকোর্টের দেয়া এ সংক্রান্ত রিট নিষ্পত্তির পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে  এ কথা বলা হয়েছে। বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ স্বাক্ষর করার পর ১৪ পৃষ্ঠার রায়টি প্রকাশিত হয়েছে। 

জানা যায়, ২০১৫ সালে ৬ কোটি টাকার ফগ লাইট কিনতে আমেরিকায় যান বিআইডব্লিউটিসি তৎকালীন চেয়ারম্যান মিজানুর রহমানসহ ৪ জন। সেখান থেকে তারা নিম্নমানের ফগলাইট কেনেন। পরবর্তীতে মাওয়া এবং আরিচা ফেরিঘাটে ফগ লাইট পরীক্ষাকালে দেখা যায়, ৭ হাজার ওয়ার্টের ফগ লাইট কাজ করছে মাত্র তিন হাজার ওয়ার্টের সমান। এর মধ্যে ফগলাইট আমদারিকারক প্রতিষ্ঠান টাকা তুলে নেয়। কিন্তু অনিয়ম ধরা পড়ায় আটকে দেয়া হয় তাদের ব্যাংক গ্যারান্টির ২৮ লাখ টাকা। সেই টাকা উদ্ধারে ২০১৬ সালে হাইকোর্টের দ্বারস্থ হয় আমদানিকারক প্রতিষ্ঠান। শুনানি শেষে ২০২০ সালের ১৭ ডিসেম্বর সেই রিট খারিজ করে এ রায় দেন হাইকোর্ট।

আদালতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পক্ষে আইনজীবী সাইফুর রশিদ ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর