ব্র্যাক ব্যাংক লিমিটেড শূন্যপদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সিনিয়র ম্যানেজার ও অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার পদে নিয়োগ দেবে। আবেদন করা যাবে অনলাইনেই।
যে পদগুলোতে আবেদন করা যা:
১. সিনিয়র ম্যানেজার ও কোর সিস্টেমস পদে আবেদন করা যাবে। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রার্থীকে সিএস/সিএসই/ইসিই/ইটিই/ইইই বা সমমান বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স/স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের আইবিএম, ওরাকল, রেডহ্যাট, মাইক্রোসফট, এফফাইভ, নেটঅ্যাপ, ইএমসি প্রতিষ্ঠান থেকে ওএমই সনদ থাকতে হবে। ওইএম-এর ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।
২. অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজার (অ্যান্টি মানি লন্ডারিং) পদে আবেদন করা যাবে। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন: পূর্ণকালীন। কর্মস্থল: ঢাকা। বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রার্থীকে বিবিএ/এমবিএ গ্র্যাজুয়েট বা সিএসই বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। ব্যাংকে কমপক্ষে ৪-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এএমএল ইস্যুতে কাজ করার অভিজ্ঞতা ও সিএএমএস সনদ থাকলে অগ্রাধিকার পাবেন। যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদনের শেষ তারিখ: সিনিয়র ম্যানেজার, কোর সিস্টেমসের জন্য আবেদনের শেষ তারিখ ১১ ডিসেম্বর এবং অ্যাসোসিয়েট ম্যানেজার/ম্যানেজারের (অ্যান্টি মানি লন্ডারিং) জন্য ৫ ডিসেম্বর, ২০২১।
আরআই