কর্মসংস্থান ব্যাংকের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর

০২ ডিসেম্বর ২০২১

কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়োগযোগ্য সহকারী অফিসার (সাধারণ) পদে ৬২টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৬৫টিসহ মোট ১২৭টি শূন্য পদের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই পদের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি কর্মসংস্থান ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়েছে, কর্মসংস্থান ব্যাংকে সরাসরি নিয়োগযোগ্য সহকারী অফিসার (সাধারণ) পদে ৬২টি ও সহকারী অফিসার (ক্যাশ) পদে ৬৫টিসহ মোট ১২৭টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে গত ১৯ নভেম্বর অনুষ্ঠিত এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা ১১ ডিসেম্বর শনিবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ১১ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, বুয়েট ক্যাম্পাস, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে।

 

পরীক্ষার্থীদের লিখিত পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। মুঠোফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না।

 

আরআই


মন্তব্য
জেলার খবর