‘ষড়যন্ত্রের শিকার শাহরুখ’

০২ ডিসেম্বর ২০২১

বলিউড বাদশা শাহরুখ খান ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন বলে মন্তব্য করেছেন পশ্চিমবেঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মুম্বাইয়ে বিশিষ্টজনদের সঙ্গে আলাপচারিতায় মমতা এ কথা বলেন।

 

এদিন কবি-গীতিকার জাভেদ আখতারকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রের বিশিষ্টজনদের বৈঠকে হাজির হন। ওই বৈঠকে ছিলেন মহেশ ভট্ট, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, মেধা পাটকরের মতো ব্যক্তিত্বরা। হাজির ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরাও।

 

লোকসভা ভোটে বিজেপি-বিরোধী অবস্থান প্রসঙ্গে ওই বৈঠকে প্রশ্ন করা হয়েছিল মমতাকে। পরিচালক মহেশ ভট্ট প্রশ্ন করেন, অতি অবামপন্থীদের হাত থেকে দেশকে বাঁচাতে মমতা কী ভাবছেন।

 

সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘‘মহেশজি, আপনার সঙ্গেও তো ষড়যন্ত্র করা হয়েছে। শাহরুখ খানও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।” এরপরই তিনি বলেন, ‘‘আমরা পূর্ণশক্তি দিয়ে লড়ব। নাগরিক সমাজকেও এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। বিজেপি-কে বোল্ড আউট করে দিতে হবে। এটা আপনারাই পারেন।”

 

গত ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী প্রমোদতরী থেকে আটক করা হয়েছিল শাহরুখের ছেলে আরিয়ান খানকে। তারপর ৩ তারিখ তাকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মাদককাণ্ডে প্রায় একমাস জেলে ছিলেন শাহরুখপুত্র। সে প্রসঙ্গেই মমতা এই মন্তব্য করেন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর