স্বামী-শাশুড়ি নিয়ে সন্তুষ্ট কাজল

০২ ডিসেম্বর ২০২১

শাশুড়িকে মা না বলে আন্টি বলে ডেকেছিলেন বলিউড সুপার স্টার কাজল। আর তাতেই তার বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সমাজে প্রচলিত চিরায়ত এ নিয়ম ভাঙায় তার বিরুদ্ধে গুনজন শুরু হয় দেবগন পরিবারের এ বউয়ের বিরুদ্ধে।

 

সম্প্রতি নতুন বউ হয়ে যখন শ্বশুড় বাড়িতে গিয়েছিলেন কাজল তখন তিনি শাশুড়িকে কী বলে ডেকেছিলেন এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, “মা না বলে আন্টি বলে ডেকেছিলাম। তা নিয়ে অতিথিদের মধ্যে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু শাশুড়ি সেটি সামলে নেন। সবার মুখের উপরে স্পষ্ট জবাব দেন, ‘আজ বলছে না, কাল বলবে! যে দিন ‘মা’ বলে ডাকবে সে দিন ও মন থেকে আমায় মা হিসেবে মেনে নিয়ে ডাকবে। আমি তারই প্রতীক্ষায়।”

 

“আমি আজীবন আসমার শাশুড়ির কাছে কৃতজ্ঞ। তিনিই একমাত্র ব্যক্তি যে, সে দিন আমার সমস্যা বুঝেছিলেন। অনুভব করতে পেরেছিলেন, মা-বাবাকে ছেড়ে নতুন জায়গায় এসে মানিয়ে নেওয়া মেয়েদের পক্ষে কত কষ্টের।” যোগ করেন কাজল।

 

এ তো গেল শাশুড়ি-বউমা সম্পর্কের কথা। স্বামী হিসেবে অজয় কেমন? এ ব্যাপারেও নিজেকে ভাগ্যবান মনে করেন অভিনেত্রী। কাজল বলেন, ‘‘একটা সময় ঠিক করেই নিয়েছিলাম, জীবনে বিয়ে করব না। হয়তো মাথায় বন্দুক ঠেকিয়ে আমায় বিয়ের পিঁড়িতে বসাতে হবে। অজয় সেই ধারণাও ভেঙে দিয়েছে।”

 

“অজয়ের সঙ্গে আলাপের পরে মনে হলো, এই রকম একজনকে সঙ্গী হিসেবে পেলে বিয়ে করা যায়। অভিনেতা হিসেবে যেমন শান্ত, তেমনই মাটির মানুষ। তাই স্বামী-শাশুড়ি নিয়ে আজও কোনও অভিযোগ নেই আমার।” বলেন কাজল।

 

আরআই


মন্তব্য
জেলার খবর