মন্তব্য
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী বায়োপিক নির্মিত হচ্ছে। এতে অভিনয় করছেন আশির দশকের চিত্রনায়ক সুব্রত। চলতি মাসের প্রথমদিকে তিনি অডিশন দেন। এরপর তাকে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। চলতি সপ্তাহেই শুরু হতে যাচ্ছে ছবিটির শুটিং।
সুব্রত বলেন, ‘আমার অভিনয় জীবনে এটি খুবই আনন্দের বিষয়। ইতিহাসের অংশ হতে যাচ্ছি। বিচারকের চরিত্রে অভিনয় করবো আমি।’
বাবা ও মেয়ে একসঙ্গে ঐতিহাসিক একটি সিনেমায় কাজ করার সুযোগ পেয়েছি উল্লেখ করে সুব্রত আরও বলেন, ‘বঙ্গবন্ধুর বায়োপিকে আমার মেয়ে দীঘি অভিনয় করছে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। বাবা ও মেয়ে একসঙ্গে ঐতিহাসিক একটি সিনেমায় কাজ করতে পারা অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে আমার অভিনয় জীবনে।’
আরআই