আলোচিত নায়িকা পরীমনি। নানা কারণে আলোচনার শীর্ষে। আলোচনা-সমালোনার তেয়াক্কা না করে নিয়মিত কাজ করে চলেছেন এ নায়িকা। তার অভিনীত সর্বশেষ ছবি স্ফুলিঙ্গ। ছবিটি মুক্তি পেয়েছিল এবছরের মার্চে। এটাই বছরের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এবার সিনেমাটি অনলাইনে বিনামূল্যে দেখা যাবে।
ছবিটি পরিচালনা করেন জনপ্রিয় অভিনেতা তৌকির আহমেদ। মুক্তির প্রায় ৮ মাস পর অনলাইনে বিনামূল্যে দেখা যাবে সিনেমাটি। ৩ ডিসেম্বর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফরম ‘টফি’তে উন্মুক্ত করা হবে ‘স্ফুলিঙ্গ’। মুক্তিযুদ্ধের গল্প নিয়ে নির্মান করা হয়েছে সিনেমাটি।
সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শ্যামল মাওলা, ফজলুর রহমান বাবু, শহীদুল ইসলাম সাচ্চু, রওনক হাসান প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে স্বপ্নের বাংলাদেশ ফাউন্ডেশন।
আগামী বছরের শুরুতেই মুক্তি পাবে পরীমনির নতুন আরেকটি সিনেমা। মুখোশ নামে সিনেমাটি ২০২২ সালের ২১ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গুনিন’ ও ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।
আরআই