দ্রুত দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার

২৫ ফেব্রুয়ারী ২০২২

দ্রুত সময়ের মধ্যেই দেশের বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার। এ জন্য সরকার ট্যাক্স রিভেট ও ভ্যাট মওকুফ করবে। বিদেশ থেকে বিনা শুল্কে চাল, ডাল, তেল ও চিনিসহ সক ধরনের খাদ্যদ্রব্য আনার ব্যবস্থা করবে।  শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। দেশে সব পণ্যের দাম বেড়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই বলেও এ সময় মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, অন্যান্য দেশে বেড়ে যাওয়া পণ্যের দাম কমাতে পারবে না সরকার। তবে দেশ উৎপাদিত পণ্য  ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্যমূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। হু হু করে বেড়ে যাওয়া পণ্যের দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে। নিত্যপণ্যের দাম নিয়ে চাঁদাবাজি-সিন্ডিকেট প্রসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কঠোর।

এমকে


মন্তব্য
জেলার খবর