সূচকে উত্থান, কমেছে লেনদেন

০২ ডিসেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের বড় উত্থান দেখা গেছে। বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। তবে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন- ৪৪ কোটি ২৬ লাখ টাকা। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪৫টির এবং বাকি ৩৫টির অপরিবর্তিত থাকে।

দিন শেষে ডিএসইএক্স সূচক ১৪৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৪৭ পয়েন্টে, ডিএসইএস সূচক ৩২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩৭ দশমিক ৭৭ পয়েন্টে আর ডিএস৩০ সূচক ৭৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৮৯ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ১০২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৪৬ কোটি ৮৭ লাখ টাকা। বুধবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে থাকে ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেন হয় ১২২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৯ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর