প্রশিক্ষিত ও যুগোপযোগী একটি সামরিক বাহিনী গঠনে তাঁর সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এখানে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং উন্নত করার জন্য আমরা কাজ করেছি। বৃহস্পতিবার ‘ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২১’ এবং ‘আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২১’ -এর গ্র্যাজুয়েশন সেরিমনিতে এসব কথা বলেন। রাজধানী ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে এ সেরিমনি অনুষ্ঠান হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা এ বাহিনীর ওপর বারবার আঘাত এসেছে, ক্যু হয়েছে। ১৯৯৬ ও ২০০৮ সালে ক্ষমতায় আসার পর তার সরকার সশস্ত্র বাহিনী আধুনিকায়নে নানা পদক্ষেপ নেয়। স্বাধীন এ দেশের সশস্ত্র বাহিনী বিশ্বসভায় মর্যাদা নিয়ে চলবে, সেই আকাঙ্ক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করেন তারা। তিনি জানান, তার সরকারের লক্ষ্যই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যাতে এ দেশের সেনাবাহিনী চলতে পারে, সেজন্য আধুনিক প্রযুক্তি; অস্ত্রশস্ত্র থেকে শুরু করে সব ধরনের সরঞ্জামাদি সম্পর্কে এ দেশের সশস্ত্র বাহিনী সবসময় প্রশিক্ষিত হবে এবং জ্ঞান লাভ করবে। কারও থেকে যেন পিছিয়ে না থাকে সেটাই তার সরকারের চেষ্টা। অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন শেখ হাসিনা।
দেশের যে কোনও ক্রান্তিলগ্নে সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ড তুলে ধরে সরকারপ্রধান বলেন, এ বাহিনী করোনাভাইরাস মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসাবে নানা কার্যক্রম করেছে। দুর্যোগ মোকাবিলার পাশাপাশি দেশের অবকাঠামো ও আর্থিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের চ্যালেঞ্জ মোকাবিলাসহ শান্তি প্রতিষ্ঠা ও নিশ্চিতে দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দিয়ে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে-যোগ করেন প্রধানমন্ত্রী।
এমকে