মৃত্যু ৩, শনাক্ত ২৬১

০২ ডিসেম্বর ২০২১

দেশে করোনা রোগে ভুগে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। একই সময়ে পরীক্ষায় ২৬১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ৩১৩ জন।  বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্ন্ত করোনায় শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ৮২৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯৮৬ জন, সুস্থ হয়েছেন  ১৫ লাখ ৪১ হাজার ৬৬১ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৯ লাখ ২৮ হাজার ৬৫৯টি।শনাক্তের হার ১৪ দশমিক ৪৩।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ২৪৪টি, পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৭টি। শনাক্তের হার এক দশমিক ২৪। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১ জন এবং নারী ২ জন। বিভাগের মধ্যে ঢাকা, খুলনা আর ময়মনসিংহে রয়েছেন ১ জন করে। সরকারি হাসপাতালে ২জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর