দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের পর শেষ হয়েছে টেস্ট সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। শেষ হবে ৮ ডিসেম্বর। এরপর দিনই নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।
দেশটির বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। নতুন বছরের প্রথম দিনই শুরু হবে ম্যাচ। পরের ম্যাচটি হবে ৯ জানুয়ারি থেকে। বৃহস্পতিবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন এসব তথ্য জানিয়েছে। তিনি জানিয়েছেন, ৯ ডিসেম্বর সকালে যাত্রা নিউজিল্যান্ডের জন্য দেশ ছাড়বেন মুমিনুলরা।
করোনা বিধি-নিষেধে কিছুটা শিথিলতা আরোপ করেছে নিউজিল্যান্ড। অন্যবার ২ সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল। কিন্তু এবার টাইগারদের ১ সপ্তাহের কোয়ারেন্টাইন পালন করলেই হবে।
‘আমাদের শেষ নিউজিল্যান্ড সিরিজে যে প্রটোকল ছিল, সেটা থেকেও কিছুটা শিথিল করা হয়েছে। তিন থেকে চারদিনের রুম কোয়ারেন্টাইন করতে হবে। বাকি সময় ওদের যে কোয়ারেন্টাইন সেন্টার, সেখানে থাকতে হবে তিন থেকে চারদিন। এর ফলে আমাদের কিছু বাড়তি সুযোগ এসেছে। আমাদের দল দুটি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। দুটি দুদিনের অনুশীলন ম্যাচ হবে। একটা নিজেদের মধ্যে, আরেকটা নিউজিল্যান্ড একাদশের সঙ্গে। দুইটা অনুশীলন ম্যাচ খেলার পর বাংলাদেশ দল সরাসরি টেস্ট খেলবে।’ জানান নিজামউদ্দিন চৌধুরী সুজন।
আরআই