আগামী ১৮ ডিসেম্বর রাজধানী ঢাকায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ শোভাযাত্রা হবে। একই উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি পালন করবে দলটি। বুধবার রাজধানী ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কার্যালয়টিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং উত্তর সিটি করপোরেশনের মেয়র এবং সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
ওবায়দুল কাদেরের ভাষ্যানুযায়ী, সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তন থেকে শুরু হয়ে ধানমন্ডি-৩২ নম্বরে গিয়ে শেষ হবে শোভাযাত্রাটি। বিএনপির চেয়ারপার্সন অসুস্থ খালেদা জিয়া ও আন্দোলন প্রসঙ্গে বলেন, খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে আন্দোলনের পাঁয়তারা করছে তারা। তার চিকিৎসা নিয়ে বিএনপির উদ্বেগ নেই, এ ঘটনাকে আন্দোলনের ইস্যু করতে চায়। আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে মোকাবিলা করা হবে। চলমান ছাত্র আন্দোলন এবং গার্মেন্ট শ্রমিক আন্দোলনে বিএনপি বাতাস দিচ্ছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিএনপির আন্দোলনের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, অতীতে বিএনপি আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মেরেছে, বাসে আগুন দিয়েছে।
এমকে