কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণের দক্ষিণ চর মঙ্গল গ্রাম থেকে রাহিমা বেগম (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে– এ কথা বলছেন রাহিমার ভাই। অন্যদিকে বিষপানে তিনি আত্মহত্যা করেছেন- এমন দাবি করেছেন তার স্বামীর পরিবার। বৃহস্পতিবার (বুধবার দিনগত) রাত ১ টার দিকে স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাহিমা বেগম ওই গ্রামের খোকন ফরাজীর স্ত্রী ও লালমোহন উপজেলার ফরাহগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আব্দুল মান্নানের মেয়ে। রাহিমার ভাই ইউছুব বলেন, স্বামী খোকন ফরাজীসহ পরিবারের লোকজন এ হত্যার সঙ্গে জড়িত।
শশীভূষণ থানার এসআই কমলেশ দাস বলেন, লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এমকে